সিলেট, লালমনিরহাট/কুড়িগ্রাম এবং বরিশাল ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এ্যান্ড টেকনোলজি স্থাপন শীর্ষক প্রকল্প (01/03/2020 খ্রিঃ তারিখে অনুমোদিত) প্রকল্পের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের সরাসরি বাস্তবায়নে (বাস্তবায়নকাল 01/01/2020-31/12/202৪) ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এ্যান্ড টেকনোলজি, কালীগঞ্জ, লালমনিরহাট (আেই এল এস টি) লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের হর বাণীনগর এলাকায় ৫ একর জায়গা নিয়ে এক অনন্য মনোরম পরিবেশে প্রতিষ্ঠত হয়। অত্র প্রতিষ্ঠানেটিতে 2024-2025 শিক্ষাবর্ষে ১ম ব্যাচে ১ম সেমিস্টারে 45 জন এবং ৩য় সেমিস্টারে 50 জন শিক্ষার্থী ভর্তি হয়ে 30.01.2025 তারিখে ক্লাস শুরু করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS